অত্র মহাবিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী 01/11/2021 থেকে 04/11/2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে। টাকার পরিমানসহ শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস যাবে। স্ব স্ব বিভাগে সঠিক মোবাইল নম্বর দেওয়ার জন্য বলা হলো। আগামী 30/11/2021 থেকে মোবাইলে এস এম এস যাবে।