Message from Principal


শিক্ষা জাতির মেরুদন্ড এবং সার্বিক উন্নয়নের চাবিকাঠি। তাই শিক্ষা ও জীবন সমার্থক। শিক্ষা জীবনের সাথে বহমান এবং মানব জীবনের ক্রমবিকাশের প্রক্রিয়ার সাথে অভিন্নভাবে যুক্ত। এক যুগের সঞ্চিত অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার অন্য যুগে বয়ে নিয়ে যায়। যুগের বা কালের পরিবর্তন এবং সভ্যতার অগ্রগতির সাথে শিক্ষার উন্নয়ন ঘটেছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে বাস্তব সম্মত ও ফলপ্রসু শিক্ষার মাধ্যম হিসাবে প্রসপেক্টাস একটি আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক ধারণা।

আধুনিক শিক্ষার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য হল শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিভিত্তিক দক্ষতার উন্নতি সাধন ও জাতীয় জীবনে মূল্যবোধ প্রতিষ্ঠা করা। মানবিক আচরণের কল্যাণমুখী ও কাঙ্খিত পরিবর্তন, যুগোপযোগী প্রযুক্তি বিদ্যা ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ নৈতিক চরিত্র গঠন এবং সময়ের সুপরিকল্পিত ব্যবহার ও সর্বোপরি শিক্ষার্থীদের দেশাত্মবোধে উজ্জীবিত করা।

রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহীর পশ্চিম অঞ্চলের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক শিক্ষানীতির ধারাবাহিকতায় রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের প্রশাসন বৃহৎ পরিসরে প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনার মত গুরু দায়িত্ব কাঁধে নিয়েছে। এ প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার তাদের জন্য, যারা লেখাপড়ার পাশাপাশি জানতে আগ্রহী তাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম, পরিস্ফুটন এবং পরিব্যাপ্তিসহ হাল-নাগাদ তথ্যাদির পরিুছন্ন চিত্র। ছাত্র-ছাত্রীরা সংশপ্তক। প্রসপেক্টাস উপস্থাপিত নির্দেশনা শিক্ষার্থীর কলেজ জীবনে প্রতিফলনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে ঐতিহ্যের শীর্ষে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রসপেক্টাস প্রকাশে যাঁরা নিরলস শ্রম ও মেধা দিয়েছেন তাঁদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।